Wednesday, April 23, 2025

বাজারে চাঁদাবাজী মাদক ও অবৈধ মাটির ব‍্যবসা ।

 বিজয়নগর ব্রাক্ষনবাড়ীয়া :-







ইসলামপুর বাজারে ব‍্যবসা প্রতিষ্ঠানে দোকান পাটে চাঁদাবাজী মাদক ব্যবসা ও সোনাই নদীতে অবৈধ মাটি কাটার অভিযোগ উঠেছে । রাত হলেই ইসলামপুর ও পাশের গ্রামের বুধন্তী ইউনিয়নের সোনাই নদীর পারের মাটি ও ট্রেজার দিয়ে বালু উওোলন করছে আওয়ী ও বি এন পির লোকেরা , একই কাজ গত ৫ আগস্টের ২০২৪ আগে আওয়ামী রা করে আসছে । 

খবর নিয়ে জানা যায় , 

রাত হলেই শত শত ট্রাক দিয়ে মাটি পাচার হচ্ছে ও মহা সড়ক ঠিকাদার দের কাছে টাকার বিনিময় করছে । 

ফলে যেকোন সময় নদীর দুপাড়ের ফসলি জমি ভেঙে বিলীন হতে পারে নদী ভাঙনের হুমকি দেখা দিয়েছে বলে এলাকা বাসি জানায় ।

আবার ইসলাম পুর বাজারের প্রতিটি দোকান ও ব‍্যবসা প্রতিষ্ঠানে চাদাবিজি ও মাদক ব‍্যবসার অভিযোক উঠেছে , 

১৬ বছর দেশের জনগন  একটি নিপিরন ও নির্যাতনের শিকারে আবদ্ধ ছিলো ৫ ই আগস্টের পর থেকে বহাল তবিয়তে স্হনীয় আওয়ামীরা লোক জন চাঁদাবাজরা ও মাদক ব‍্যবসা করে আসছে যা এলাকাবাসি তাদের এই কাজের জন্যে অতিষ্ঠ হয়ে পরেছে । 

সাথে বি এন পির স্হানীয় লোকজন 

একই কাজ চাঁদাবাজী ও মাদক ব‍্যবসা শুরু করেছে ।

এলাকাবাসী প্রশাসন কে জানানোর পরও বন্ধ হচ্ছে না । 

আমার লিখুনির মাধ্যমে স্হনীয় প্রশাসন ও সচেতন লোক দের দৃষ্টি আকর্ষণ করছি । 

যেনো সকল ধরনের অপরাধ নির্মূল হয় । এবং আওয়ামী  ও বি এন পি সন্ত্রাসীদের ধরে আইনের আওতায় আনা হোক ফলে দেশের সাধারণ জনগন নির্ভয়ে জীবন যাপন ও ব‍্যবসা বানিজ‍্য  সাভাবিক হবে । 

কাজী দেলোওয়ারুল আজীম 

কলামিস্ট । 



1 comment:


  1. সন্ত্রাসী রা দেশ কে ধংশ করছে

    ReplyDelete

নামাজ আসার অনেক পর মদ হারাম হয়েছে ।

  ইসলাম পূর্ব যুগে এমনকি ইসলামের শুরুর দিনগুলোতেও মদ পানের প্রচলন ছিলো। আল্লাহ তায়ালা মোট চারটি ধাপে মদ হারাম করেন।  প্রথম ধাপ  আল্লাহ তায়াল...